সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ২০২৪-২৫ অর্থ-বছরের জন্য বিপিসি ও এর অধীনস্থ ৭টি কোম্পানির মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২৭/০৬/২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বিপিসি’র বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিসি’র চেয়ারম্যান (সচিব), জনাব মোঃ আমিন উল আহসান। যমুনা অয়েল কোম্পানীর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গিয়াস উদ্দিন আনচারী। উক্ত অনুষ্ঠানে বিপিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালক এবং এপিএ-এর ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।